গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পল্লবীতে মো. মিলন খান নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলো-মো. জনি (৩০), মো. জাহিদ (৩০), মো. শাওন (২৫) ও মো. পান্নু (২৭)।
গত মঙ্গলবার ১৪ জুন রাতে মিরপুর ১২ নম্বর সিরামিক রোডের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে ভুক্তভোগী ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। হামলার শিকার ওই ব্যবসায়ীর এমইএসয়ের তালিকাভুক্ত সরকারি ঠিকাদার। এ ঘটনার মামলার বাদী ভুক্তভোগীর ভাই মিরাজ খাঁন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। মিরপুর বিভাগের এডিসি আরিফুল ইসলাম বলেন, আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চাইনিজ কুড়াল, লোহার রড, লোহার পাইপ, ধারালো স্টিলের ফ্লাটবার উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পল্লবী থানা ওসি পারভেজ ইসলাম বলেন, আসামিদের শুক্রবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। এরা অপরাধী চক্রের সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।