Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে টপকে শীর্ষে অ্যাসাঞ্জ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টাইম ম্যাগাজিনের বছরের শীর্ষ ব্যক্তিত্ব (পার্সন অব দ্য ইয়ার) সংক্রান্ত পাঠক জরিপ তালিকার শীর্ষে উঠে এসেছে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাম। গত মঙ্গলবার রাত ২টায় (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে ছাড়িয়ে যান। টাইম ম্যাগাজিনের এক খবর থেকে এসব কথা জানা গেছে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলা হয়, ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী গত সোমবার সকালে একটা পর্যায় পর্যন্ত পাঠক জরিপে ট্রাম্প-অ্যাসাঞ্জ দুইজন একই অবস্থানে ছিলেন। তখন পর্যন্ত পাঠক জরিপে প্রদত্ত সব ভোটের ৯ শতাংশ করে পেয়েছিলেন দু’জনই। তবে দুপুরের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। এক পর্যায়ে ট্রাম্পকে টপকে যান অ্যাসাঞ্জ। সবশেষ টাইম ম্যাগাজিনের ওই জরিপ পাতায় ঢুকে দেখা যায়, অ্যাসাঞ্জ এখন তালিকার শীর্ষে অবস্থান করছেন। ট্রাম্প চলে গেছেন বহু নিচে। সম্প্রতি মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে উইকিলিকস এবং এর প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ আবারও কর্পোরেট সংবাদমাধ্যমের আড়াল ভেঙে বের হয়ে আসেন। ইন্টারনেটের মুক্ত পরিসরে তিনি আরও বেশি করে জনপ্রিয় হতে থাকেন। পৌঁছাতে থাকেন লক্ষকোটি মানুষের কাছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ