Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ টিকিট সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে বিক্রি হচ্ছে

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ৯:০৩ পিএম

হজ টিকিট সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে বিক্রি হচ্ছে। প্রত্যেক এয়ারলাইন্স থেকে হজ এজেন্সিগুলোকে যাত্রীর সংখ্যা অনুযায়ী সরাসরি টিকিট বিক্রির কথা থাকলেও এজেন্সিগুলো টিকিট পাচ্ছে না। ফলে অতিরিক্ত টাকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমেই হজ টিকিট কিনতে হচ্ছে। এতে হজ এজেন্সিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে। আজ শনিবার নয়া পল্টনস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে কোবা এয়ার ইন্টারন্যাশনাল আয়োজিত হজ প্রশিক্ষণ এবং হজ ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কোবা এয়ার এর স্বত্বাধিকারী মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মো. মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন, আলহাজ মাওলানা মনোয়ার হোসেন, খতিব মাওলানা আব্দুল হাকিম ও মো. আলতাফ হোসেন।

নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রীদের ভোগান্তি লাঘবে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। হাজীদের সেবার মান বাড়াতে সজাগ দৃষ্টি রাখতে হবে। মক্কা মদিনা, আরাফাহ মিনায় হাজীদের খাবার ও যানবাহন সরবরাহ নিশ্চিত করতে হবে। হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে বেসরকারি হজ এজেন্সির মালিক প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ