গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার আপিলের গ্রহণযোগ্যতা শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয় গঠিত বেঞ্চ আপিল গ্রহণ করেন। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। এখন পেপারবুক প্রস্তুত হবে, তারপর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আপিলের ওপর শুনানি হবে। এর আগে ২ নভেম্বর দুদকের মামলায় সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে তিন বছরের কারাদ- দেন বিচারিক আদালত। তাকে ১০ লাখ টাকা অর্থ দ-াদেশও দেয়া হয়। তবে রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে ১৭ নভেম্বর আপিল করে দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।