Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারত থেকে আয়কর তুলে দিতে চান মোদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভারতের প্রধানমন্ত্রী মোদি চাইছেন, তার দেশ থেকে আয়কর তুলে দিতে। ভারতে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এই অভিযোগ তুলে মোদি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। সাধারণ মানুষ যে সমস্যার মুখোমুখি, সে কথা মেনে নিচ্ছে সরকার। একই সঙ্গে তাদের বক্তব্য, অসুবিধা দূর করতে ইতোমধ্যেই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনমতো আরও ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তাই বলে কালো টাকার বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিতে চাইছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সূত্র। সূত্র মতে, প্রধানমন্ত্রী মোদি চাইছেন আয়কর তুলে দিতে। তার প্রস্তাব, কোনও রকম আয়ের উপরে কর চাপানো হবে না। তার বদলে কর বসবে সব রকম লেনদেনের উপরে। নগদ লেনদেন কমিয়ে অনলাইন, ক্রেডিট বা ডেবিট কার্ডে বিক্রিবাটা বাড়লে সব লেনদেনই সরকারের নজরে থাকবে। ফলে,কর বসানো সহজ হবে। তাতে রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি মোদি চাইছেন, সোনা মজুতের উপর ঊর্ধ্বসীমা বসাতে। তার প্রস্তাব, ব্যক্তিগত সম্পত্তি হিসেবে এক জন কতটা সোনা বা হিরক রাখতে পারবেন, তার ঊর্ধ্বসীমা বেঁধে দেয়া হবে। স্ত্রীধন বলেও ছাড় মিলবে না। ঊর্ধসীমার থেকে বেশি সোনা, হিরক বা অলঙ্কার থাকলে, তা সরকারকে জানাতে হবে। বেআইনি ভাবে সোনা রাখলে আয়কর দফতর হানা দেবে। সরকারি সূত্রের বক্তব্য হলো কালো টাকা নগদে যত না রাখা হয়, তার থেকে বেশি রাখা হয় সোনা বা গয়না কিনে। সুতরাং সোনা ও হিরক মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দিলে তাতে রাশ টানা সম্ভব হবে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ