বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভেলার দৌলতখানের বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রলি খাদে পড়ে ইয়াকুব (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা পোনে বারোটার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও তিন জন গুরুতর আহত হয়। তারা হলেন রাবিজ, সুমন ও মহিউদ্দিন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত ইয়াকুব ভোলা সদরের নবীপুর গ্রামের বাসিন্দা।
দৌলতখান উপজেলার বাংলাবাজার পুলিশ (ফাঁড়ির) তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করান।
তিনি আরও বলেন , বিদ্যুতের খাম্বা নিয়ে ট্রলিটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। দৌলতখান উপজলার বাংলাবাজার আজিম উদ্দিন সড়কে পৌছলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রালির চাপায় ঘটনাস্থলেই এক পথচারি নিহত ও ৩ জন আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।