Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ি থামিয়ে হাই ফাইভ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০১ এএম

গভীর বনে থাকা ভালুক যদি দল বেধে জনবহুল রাস্তায় চলে আসে তাহলে ভয় পাওয়ার তো কারণ আছে। কিন্তু ভয় নয়, মানুষের সাথে ভালুকের আচরণ দেখে সবাই অবাক। আর ভালুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি রোমানিয়ার একটি শহরে ঘটেছে। ভালুক যে কাণ্ড ঘটিয়েছে তা সচরাচর দেখা যায় না। অনেক সময়ই দেখা যায় ভালুক অন্য প্রাণী এবং মানুষদের আক্রমণ করেছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও একেবারেই অন্যরকম। রাস্তার মধ্যে দিয়ে যাওয়া গাড়ি আটকে আরোহীর সাথে হাত মেলাচ্ছে ভালুকের দল।
ভাইরাল সেই ভিডিও ঢ়ঁনরঃু নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, ব্যস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একদল ভালুক। রাস্তায় পরপর দাঁড়িয়ে রয়েছে গাড়ি। কারণ ওই ভালুকের দল গাড়ি আটকে দিয়েছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন চেকিং করছে গাড়ি আটকে।
সবথেকে চমকে দেওয়া ব্যাপার হল ওই সময় একটি ভালুক গাড়ির দিকে এগিয়ে যায়। সবাই দেখে চমকে গেলেও, ওই ভালুক সেই গাড়ির সামনে গিয়ে জানালা খুলতে টোকা দেয়। এরপরই ঘটে সেই চমকে দেওয়া ঘটনা। গাড়ি জানালা দিয়ে আরোহী হাত বের করলে, তার সঙ্গে হাই ফাইভ করছে ওই ভালুক। এরপরই ভালুক গাড়ির কাছ থেকে সরে যায়। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ