Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুষ্ঠিত হলো প্রতিভা প্রকাশের লেখক সম্মিলন ও সাহিত্য পুরস্কার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ৮:৩০ পিএম

প্রকাশনা সংস্থা প্রতিভা প্রকাশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লেখক সম্মিলন ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গতকাল দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিব ব্যক্তিত্ব পিযূষ বন্দ্যোপাধ্যায়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন।
লেখকদের এ মিলনমেলায় ছড়া-কবিতা পাঠ, সেমিনার, সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা প্রদান করা হয়। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকগণ এই সম্মিলনে অংশগ্রহণ করেন। সম্মিলনে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সাবেক চেয়ারম্যান, কবি ড. মোহাম্মদ সাদিক, বাংলা ভিশন-এর প্রধান সম্পাদক, ড. আবদুল হাই সিদ্দিক, কবি মাকিদ হায়দার, শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রকাশক ওসমান গনি, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি ও গবেষক মজিদ মাহমুদ, কবি ও গবেষক ড. তপন বাগচী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি মারুফুল ইসলাম, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আনজীর লিটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি. এর সিইও মো. শাহ জামাল হাওলাদার।
সম্মিলনে জুরিবোর্ডের সিদ্ধান্তে ৪জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন- কবিতায় আলতাফ শাহনেওয়াজ, প্রবন্ধে মোজাফ্ফর হোসেন, শিশুসাহিত্যে ইমরুল ইউসুফ এবং কথাসাহিত্যে নাজনীন শুভ্র এবং ৪জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ লেখক সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন- কবিতায় মাহফুজা অনন্যা, রহস্য ও গোয়েন্দা গল্পে অরুণ কুমার বিশ্বাস, শিশুসাহিত্যে তাহমিনা শিল্পী এবং রম্যসাহিত্যে মাসুম ফকির। সম্মিলনে সারাদেশ থেকে অর্ধশতাধিক কবি অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ