Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যান্টিগায় ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১০:৪৪ পিএম | আপডেট : ১০:৪৫ পিএম, ১৬ জুন, ২০২২

নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজেও বিপদে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপর্যয়ে টাইগাররা। অ্যান্টিগা টেস্টে ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক ফিরেছেন রানের খাতা খোলার আগেই। তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটে ফের একবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে এই দুইজনও আজ টিকতে পারলেন না।


১৪তম ওভারে তামিম ইকবাল ব্যক্তিগত ২৯ রানে ফিরেছেন আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পরের ওভারেই এক বলের ব্যবধানে নিজেদের উইকেট খুইয়েছেন লিটন দাস (১২) ও নুরুল হাসান সোহান (০)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান। ক্রিজে শূন্য রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান ২৭ ও মেহেদি হাসান মিরাজ ২ রানে।

নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল উইন্ডিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ