Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কিয়ে হাভা ইয়োল্লারি হিসেবে পরিচিত হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

দেশের পর এবার রাষ্ট্রীয় এয়ারলাইনসের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে তুরস্ক। স¤প্রতি দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি টার্কিশ এয়ারলাইনসের পরিবর্তে তুর্কিয়ে হাভা ইয়োল্লারি হিসেবে পরিচিত হবে। এপির খবরে বলা হয়েছে, দেশের নাম টার্কির পরিবর্তে তুর্কিয়ে হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে দেশটি। চলতি মাসের শুরুর দিকে আঙ্কারা জাতিসংঘে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের নাম তুর্কিয়ে হিসেবে নিবন্ধন নেয়। যদিও ১৯২৩ সালে স্বাধীনতা ঘোষণার পরে থেকেই দেশটি নিজেকে তুর্কিয়ে হিসেবে ডাকে। এরদোগানের সরকার জানিয়েছে, তুর্কিয়ে নামটি তুর্কি সংস্কৃতি ও মূল্যবোধকে আরো ভালোভাবে উপস্থাপন করে। যদিও বিশ্লেষকরা বলেছেন, টার্কি পাখি থেকে নামটি আলাদা করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি। একটি নতুন যোগাযোগ স্যাটেলাইট উেক্ষপণ অনুষ্ঠানে এরদোগান বলেন, আর টার্কি নয়। এখন থেকে আমাদের দেশের নাম তুর্কিয়ে। স¤প্রতি তিনি বলেন, রাষ্ট্রীয় এয়ারলাইনসের উড়োজাহাজে টার্কিশ এয়ারলাইনসের পরিবর্তে তুর্কিয়ে হাভা ইয়োল্লারি লেখা হবে। তুর্কি শব্দ হাভা ইয়োল্লারির অর্থ হলো এয়ারলাইনস। এরই মধ্যে জাতিসংঘ ও ন্যাটো আনুষ্ঠানিকভাবে দেশটির নাম টার্কির পরিবর্তে তুর্কিয়ে ব্যবহার শুরু করেছে। আঙ্কারা সফররত কয়েকজন উচ্চপদস্থ বিদেশী ব্যক্তিও দেশটিকে তুর্কিয়ে হিসেবে উল্লেখ করেছেন। এপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ