Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে মাছ পাচ্ছেন না ভারতের জেলেরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে ভারতের পশ্চিম উপক‚লের জেলেদের জালে মাছ উঠছে না। বুধবার বিবিসি এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উপক‚লীয় শহর মুম্বাইয়ের জেলে দর্শন কিনি বলেন, ‘আমরা সমুদ্রে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, কিন্তু একটি মাছও ধরতে পারিনি। আমাদের পাঁচটি জালের মধ্যে কিছুই ওঠেনি।’ ৩৬ বছর বয়সী দর্শন গত মাসের কোনো এক সকালে তার সহকর্মী জেলেকে নিয়ে শহরের মালাড শহরতলির মার্ভে সমুদ্র সৈকতে বন্দরে ফিরেছিলেন। তিন-চার বছর বয়স থেকেই তিনি পরিবারের বড়দের সঙ্গে ভারতের পশ্চিম উপক‚ল ঘেঁষে আরব সাগরের এই অংশে মাছ ধরতে বের হন। তার শৈশব থেকে সাগরে মাছ ধরার পরিমাণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। দর্শন বলেন, ‘আমার দাদা আমাকে বলতেন, হাঙর, স্টিং-রে এবং ডলফিনের মতো বড় মাছ এখানে ঘুরে বেড়াত। ছোটবেলায় আমরা জাল ফেলে এক বালতি মাছ পেতাম। কিন্তু আজ একটা মাছও পেলাম না।’ চলতি গ্রীষ্মে তাপের মাত্রা অনেক বেশি। এবার মাছ এই খাঁড়ি থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে বলে মনে হচ্ছে। মুম্বাইয়ের জেলেরা একসময় সমুদ্রের মাত্র দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে প্রচুর মাছ পেতেন। এখন তাদের মাছ পেতে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে যেতে হয়। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ