মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনি আরবদের ট্রেনে করে সুইজারল্যান্ডে নির্বাসনে পাঠাবেন বলে জানিয়েছেন ইসরাইলের ধর্ম বিষয়ক উপমন্ত্রী মাতান কাহানা তিনি বলেন, এমন একটি বাটন টেপা যেত যার মাধ্যমে সমস্ত (ফিলিস্তিনি) আরবদের অদৃশ্য করে দেয়া যেত। যার মাধ্যমে আরবদের একটি এক্সপ্রেস ট্রেনে করে সুইজারল্যান্ডে পাঠানো যেত। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের ইফ্রাত (ইহুদি) বসতিতে একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় মাতান কাহানা এমন মন্তব্য করেন। উপমন্ত্রী মাতান কাহানা আরও বলেছেন, তারা সেখানে আরাম-আয়েসে জীবন অতিবাহিত করুক এতে কোনো সমস্যা নেই। তাদের জন্য বিশ্বের সবচেয়ে ভালো সুযোগ-সুবিধা দিতে চান তবে তার বিনিময়ে সেই বাটনটি টিপে তাদেরকে নির্বাসন করা হোক। তার এমন মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে। পরে এটি ইসরাইলি ব্রডকাস্ট কর্পোরেশনে প্রকাশ করে। তিনি বলেন, ১৯৬৭ সালের আগের সীমানায় ফিরে যাই তবে এখানে দু’রাষ্ট্র (ইসরাইল ও ফিলিস্তিন) থাকবে, যারা একে অপরের সাথে শান্তিতে বসবাস করবে বলে অনেকেই মনে করে কিন্তু আমি মনে করি এটা একটা বাজে কথা। এটা এক ধরনের পাগলামি। তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি পার্লামেন্টের আরব সদস্য আহমদ তিবি। দ্যা টাইমস অব ইসরাইল, ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।