গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বর্তমান সরকারকে মুসলমানদের সরকার বলতে পারি না; এটা মোদির আজ্ঞাবহ সরকার। অবিলম্বে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনুন। ভারতে নবীপ্রেমিকদের বাড়ী ঘর বুলডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। এটা মানবতা বিরোধী অসভ্য সরকারের কাজ। বাংলাদেশের নবীপ্রেমিক মুসলমানদের শান্তিপূর্ণভাবে ক্ষোভ প্রকাশ করতে হবে। ভারতীয়রা অসভ্য জাতি। আমরা সকল ধর্মালম্বিদের নিয়ে সহবাস্থানে বসবাস করছি। মুসলমানরা কোনো অসভ্য জাতি হিসেবে পরিচয় দিতে পারে না।ভারত সরকারকে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকারী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারতে মহানবী (সা.) কে নিয়ে দুই কুলাঙ্গারের কটূক্তির প্রতিবাদ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুসলমানদের ওপর নানামুখী নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদানের পূর্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
দলের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতা সাবেক মেয়র প্রার্থী আলহাজ আব্দুর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন,যুব আন্দোলনের নেতা মাওলানা নেছার উদ্দিন, ছাত্র নেতা নূরুল করিম আকরাম, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা কামাল উদ্দিন শিহাব, মাওলানা আরিফুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ আমিনুল ইসলাম। পরে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু হলে মিছিলটি শান্তিনগরে পুলিশী বাধার সম্মুখীন হয়। এসময়ে পুলিশ ও বিক্ষোভকারী জনতার সাথে ধাক্কাধাক্কি হয়। পরে পীর সাহেব চরমোনাইযের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।