Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সৌম্যকে নিয়ে উদ্বিগ্ন নয় রাইডার্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : ৬ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসা রংপুর রাইডার্সের চলমান আসর কাটছে দারুণভাবে। আফ্রিদি ছাড়া তারকা কোনো বিদেশি ক্রিকেটার নেই। তারপরও দারুণ ফর্মে আছে দলটি। স্পিনে বৈচিত্র্য, বাঁ-হাতি আরাফাত সানি’র সঙ্গে অফ স্পিনার সোহাগ গাজী, আছেন লেগ স্পিনার শহীদ আফ্রিদিও। বোলারদের সবাই মিলে পেয়েছেন ৪০ উইকেট, যার মধ্যে ২৭টিই এই স্পিন ত্রয়ীর।
স্পিন নির্ভরতায়ই শুধু নয়, টপ অর্ডারে আফগান রিক্রুট মোহাম্মদ শাহজাদা (২০৬ রান) এবং মিঠুন (১৮৩ রান) দিচ্ছেন ব্যাটিং নির্ভরতা। পরিস্থিতির মুখে অধিনায়ক নাইম পর্যন্ত মিডল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না। হয়ে যাওয়া ৬ ম্যাচে মাত্র ১ বার নামতে হয়েছে তাকে ব্যাটিংয়ে। লিয়াম ডসন তিন বার, আফ্রিদি তিনবার নেমেছেন ব্যাট করতে। দুই অল রাউন্ডার মোক্তার আলী এবং জিয়াউর রহমান ৩টি ম্যাচ খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে নেমেছেন মাত্র ১ বার। দলের এক একটি বড় জয়ে অবদান রাখতে পারছেন না লেট অর্ডার এবং টেল এন্ডাররা, তাতেও অসন্তুষ্টির কিছুই নেই জিয়াউর রহমানেরÑ ‘আমরা যে ছয় ম্যাচ খেলেছি, তাতে বড় অবদান বোলারদের। বোলাররা ঠিক জায়গায় বল করে যাচ্ছে। পাশাপাশি আমরা টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে। আমিও এখন পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি না। মানসিকভাবে প্রস্তুত। আশা করছি যেদিন প্রয়োজন হবে সেদিন কিছু করতে পারব। আমরা অনুশীলনে সেভাবে নিজেদেরকে প্রস্তুত রাখছি।’
আছেন দলে, ফিল্ডিংয়ে বল টোকানো ছাড়া কিছুই নেই এই পেস অল রাউন্ডারের। তিন ম্যাচে মাত্র ১ ওভার করেছেন বল, রান করেছেন মাত্র ২। তিনি তো এমন কথাই বলবেন। কিন্তু সৌম্য তো দলের আইকন, সুযোগ পাচ্ছেন প্রতিটি ম্যাচে, করছেন ওপেনিং। কিন্তু সেই সৌম্যকে যে সেভাবে যাচ্ছে না চেনা! ৬ ইনিংসে সর্বসাকুল্যে রান তার ৭৭ (গড় ১৫.৪০)! গতকাল পর্যন্ত লো স্কোরিং ম্যাচে নিয়েছেন চাপ, জুনায়েদকে ফ্লিক করতে গিয়ে ৩ রানের মাথায় দিয়ে এসেছেন ক্যাচ। ওপেনিং পার্টনার শাহাজাদা যেখানে নিচ্ছেন দায়িত্ব, করছেন রান, সেখানে এতটা বিবর্ণ কেন দেখাবে গত বছরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে উঁচুতে তুলে নেয়া সৌম্য! তবে সৌম্য’র এমন পারফরমেন্সেও উদ্বিগ্ন নন দলটির সিনিয়র ক্রিকেটার জিয়াউর রহমানÑ ‘সৌম্য খুব ভালো খেলোয়াড়। এখন সে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা মোটেও মাথায় নিচ্ছি না। ও ফ্রি আছে, খুব ভালো অনুশীলন করছে। আশা করছি সে খুব দ্রæত রানে ফিরবে।’
বহু মালিকের যে দলটিকে গোনায় ধরেনি কেউ, সেই দলটি ৬ ম্যাচের ৫টিতে জিতে শেষ চারে রাখছে চোখ! পরিকল্পিত খেলার কারনেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স, সেটাই মনে করছেন জিয়াউর রহমানÑ‘এখন আমরা সবার উপরে আছি। কিন্তু এখনও আমাদের ছয়টা ম্যাচ বাকি। ‘ম্যাচ বাই ম্যাচ’ পরিকল্পনা করছি। আমাদের কোচ-ম্যানেজমেন্ট যে পরিকল্পনা দিচ্ছে, আমরা সেভাবে এগোচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ