Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার জমবে তো ঢাকায়?

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলসের ম্যাচটি আয়োজনের মধ্য দিয়ে গতকাল সফলভাবে শেষ হলো বিপিএল চট্টগ্রাম পর্ব। ঢাকায় বিপিএল শুরু হলেও সেখানে জমে ওঠেনি। অধিকাংশ ম্যাচেই গ্যালারি ছিল ফাঁকা। দর্শকদের তেমন সাড়া মেলেনি। তবে চট্টগ্রামের ছয়টা দিনই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে প্রচুর দর্শক সমাগম হয়েছে। দর্শকরা বেশ উপভোগও করেছেন বিপিএলের সাতটি দলের খেলা। এই সাতটি দলের মধ্যে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস বৃহত্তর চট্টগ্রামের দল হওয়ায় গ্যালারিতে এই দু’টি দলের সমর্থকই বেশি ছিল। তবে তারা ম্যাচের পুরোটা সময়ই গ্যালারি মাতিয়ে রেখেছেন। কোনো ব্যাটসম্যান ফোর কিংবা সিক্স মারলে তারা যেমন চেঁচিয়ে গ্যালারি মাতিয়ে তুলতেন, তেমনি কোনো বোলার উইকেট পাওয়ার পরও একই দৃশ্য দেখা যেত গ্যালারিতে। বিপিএলের চট্টগ্রাম পর্বে দেশের তারকা ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে আসা ক্রিকেটাররাও পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন। এর মধ্যে শহীদ আফ্রিদি, সামিত প্যাটেল ও মো: নবী ছিলেন বেশ উজ্জ্বল। কখনো তারা ব্যাট হাতে আবার কখনো তারা বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। এবারের বিপিএলে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথম ও একমাত্র জয়ের দেখা পেয়েছে এই চট্টগ্রামেই। ঢাকায় চার ম্যাচে হার নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছিল তারা। এখানেও প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৩২ রানে জয় পায় মাশরাফির নেতৃত্বাধীন কুমিল্লা। চট্টগ্রামে এসে জয়ের ধারায় ফিরেছে চিটাগাং কিংসও। মিরপুরে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২৯ রানে হারিয়ে চিটাগাং ভাইকিংস শুভ সূচনা করলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। ঢাকায় এরপরের তিন ম্যাচ হেরে বিপিএলের পয়েন্ট টেবিলের নিচের দিকে চলে যায় চিটাগাং। হোম সিটি চট্টগ্রামে তাদের ছিল চারটি ম্যাচ। এর মধ্যে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৯ রানে প্রথম ম্যাচ হারলেও চট্টগ্রাম ভেন্যুতে বাকি তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে চিটাগাং ভাইকিংস। গতকাল সর্বশেষ ম্যাচে বরিশাল বুলসকে হারায় তারা। তবে চট্টগ্রামে সবচেয়ে সফল দলের নাম রংপুর রাইডার্স। ঢাকায় তিন ম্যাচ খেলে দু’টিতে জয় ও একটিতে হার থাকলেও চট্টগ্রামে তারা শতভাগ সফল। অর্থাৎ বিপিএলের চট্টগ্রাম পর্বে তিনটি ম্যাচে অংশ নিয়ে সব ক’টিতেই জয় পেয়েছে রংপুর। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ