নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রেফারিদের সম্মানী ফি ও ভাতা বাড়ানোর প্রস্তাব করলেও তা কাক্সিক্ষত পর্যায়ে না হওয়ায় খেলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন রেফারিরা। মঙ্গলবার বাফুফের রেফারিজ কমিটি এবং বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এক সভায় রেফারিদের ম্যাচ ফি দুই হাজার চারশ থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশ করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ম্যাচ প্রতি পাঁচ হাজার টাকার দাবীতে অনড় রেফরিরা। মঙ্গলবার রাতে রেফারিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক সভা করেন। এ সভায় দেশের শীর্ষ রেফারি ও সহকারি রেফারিরা যোগ দেন। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা শেষে রেফারিরা আগের অবস্থানেই অনড় থাকার সিদ্ধান্তে নেন। গতকাল বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ম্যাচ প্রতি নূন্যতম ৪ হাজার পাঁচশ টাকা না পেলে ম্যাচ পরিচালনা করা থেকে বিরত থাকবেন রেফারিরা। রেফারিদের এই অবস্থান তাদের মনোনীত একজন প্রতিনিধি বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেছারকে অবহিত করা হয়েছে। ২০ জুন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। নিজেদের দাবী আদায়ে অনড় রেফারিরা বিপিএলেও বাঁশি বাজাতে চান না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।