Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের নায়ক সালমা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০১ এএম

 দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সালমা খাতুন প্রথমে ব্যাট হাতে একশ স্ট্রাইক রেটে খেললেন কার্যকর ইনিংস। পরে উপহার দিলেন অসাধারণ বোলিং। অধিনায়কের অলরাউন্ড দ্যুতিতে বড় জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে মোহামেডানের জয় ২০৬ রানে। ৩১৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় ১১০ রানে। ছয় নম্বরে নেমে ৪১ বলে ৫ চারে ৪১ রানের ইনিংস খেলেন সালমা। জাতীয় দলের অভিজ্ঞ এই অফ স্পিনিং অলরাউন্ডার হাত ঘুরিয়ে ৯.১ ওভারে ৫ মেডেনে ¯্রফে ৬ রানে নেন ২ উইকেট। ম্যাচের সেরা তিনিই।
একই দিন বিকেএসপির এক নম্বর মাঠে মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাবকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। লিগে আরও একবার এদিন পঞ্চাশের নিচে অলআউট হয় মিরপুর প্রমীলা। তাদের ৩০ ওভারে ৩১ রানে গুটিয়ে দেওয়ার পর ৪.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপালী ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে নামা মিরপুর প্রমীলার কেউ দুই অঙ্কে যেতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেন দুই জন। ১০ ওভারে ৪ মেডেনে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে রূপালী ব্যাংকের সফলতম বোলার আয়েশা রহমান। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১০ ওভারে ৪ মেডেনে ৯ রানে নেন ৩ উইকেট।
এছাড়া, বিকেএসপির চার নম্বর মাঠে অধিনায়ক সোবহানা মোস্তারির দারুণ এক ইনিংসে খেলাঘর সমাজ কল্যাণ সংঘকে ৪ উইকেটে হারিয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। খেলাঘরের ২০২ রান শেষ বলে পেরিয়ে যায় শেখ রাসেল। ৯৮ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৪ রানের ইনিংসে ম্যাচের সেরা সোবহানা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ