Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহŸান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। গতকাল সকালে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কর্মশালায় তিনি এ আহŸান জানান। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। এই ডোপিংবিরোধী আন্দোলনে বাংলাদেশও শামিল। এই কার্যক্রমের মাধ্যমে এ দেশের খেলোয়াড় কোচ এবং কর্মকর্তারা ডোপিং এবং অ্যান্টি ডোপিং সম্পর্কে সচেতন হতে পারবেন। বিশেষ করে এ দেশের ক্রীড়াঙ্গনের নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে এ ধরনের কর্মশালা কার্যকর ভ‚মিকা পালন করবে। আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তুলি।’
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ছিলেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব মোঃ ওমর ফারুক, এনএসসি সচিব (যুগ্মসচিব) অশোক কুমার বিশ্বাস, পরিচালক (অর্থ- যুগ্মসচিব) সহিদ উল্লাহ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল হাশেম ও ইউনেস্কোর প্রতিনিধি ড. হাফেজা আক্তার। মূল প্রবন্ধ পাঠ করেন ডা. শফিকুর রহমান। কর্মশালায় ক্রীড়াঙ্গনের প্রায় ৩০০ খেলোয়াড়, কোচ, সংগঠক ও কর্মকর্তারা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ