Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কুকুরের মতো মরবেন মোদি’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০১ এএম

টানা তিনদিন ধরে কংগ্রেস দলের এমপি রাহুল গান্ধীকে জেরা করছে ইডি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন বহু কংগ্রেস কর্মী। ইডি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কড়া মন্তব্য করেছেন এক কংগ্রেস নেতা।

গত সোমবার মহারাষ্ট্রের নাগপুরে ইডির দফতরের সামনে কংগ্রেস নেতা শেখ হুসেন বলেছেন, কুকুরের মতো মৃত্যু হবে মোদির। এই মন্তব্যের তার দু’দিন পর গতকাল বুধবার নাগপুরের গিত্তিখাদান থানায় এফআইআর দায়ের করা হয়। বিজেপি দু’দিনের মধ্যে তাকে গ্রেফতারের দাবি করেছে।

ইডির দফতরের বাইরে অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে বিক্ষোভে উপস্থিত ছিলেন শেখ হুসেন। সেই সময়েই তিনি বলেন, ‘যেভাবে কুকুরের মৃত্যু হয়, সেভাবেই মারা যাবেন নরেন্দ্র মোদি। এই কথা বলার জন্য আমাকে যদি নোটিশ পাঠানো হয়, তাতেও ভয় পাই না আমি। আমরা লড়াই চালিয়ে যাব।’ জানা গেছে, ওই বিক্ষোভে অংশগ্রহণকারী দুই কংগ্রেস নেতাকে আটক করেছে স্থানীয় পুলিশ।

বিজেপির নাগপুর ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, দু’দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে উচ্চতর আদালতে যাওয়া হবে। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তিনদিন ধরে রাহুল গান্ধীকে জেরা করছে ইডি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।



 

Show all comments
  • আলিফ ১৬ জুন, ২০২২, ১:২২ এএম says : 0
    ভারতের মতো দেশেই এমন ভাষা রাজনীতিবিদরা ব্যবহার করতে পারে
    Total Reply(0) Reply
  • আলিফ ১৬ জুন, ২০২২, ১:২৩ এএম says : 0
    মোদি আসলেই অযোগ্য সরকার। তার আমলেই যত সমস্যা ভারতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ