Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইরাল চমকে দেওয়া ভিডিও!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০১ এএম

ডোমিনো পিজার একজন মহিলা কর্মী ভাইরাল হয়েছেন ঝড়ের গতিতে। কিন্তু তিনি দেরি করে পিজা পৌঁছে দেওয়ার জন্য ভাইরাল হননি। ভাইরাল হয়েছেন সম্পূর্ণ অন্য এক কারণে। রাস্তায় ফেলে তাকে এমন মার হচ্ছে যা দেখে যে কেউই চমকে উঠতে বাধ্য।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ওই ঘটনা ঘটেছে। সবচেয়ে অবাক করার ব্যাপার হল একদল কম বয়সী যুবতী মেরে চলেছে জনপ্রিয় ওই পিজা কোম্পানির কর্মীকে। ওই মহিলা কর্মীর বয়সও খুব বেশি নয়।
কিন্তু, কী কারণে তাকে এমন মারা হচ্ছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সকলেই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এই ধরনের ঘটনার।

ভাইরাল সেই ভিডিও @উববঢ়রশধইযধৎফধিল নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ারে করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, চার যুবতী মিলে বেধড়কভাবে মারছেন একজন যুবতীকে। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে, যাকে মারা হচ্ছে তিনি ডোমিনোর পিজা কর্মী। কারণ তার পরনে রয়েছে ওই জনপ্রিয় পিজা কোম্পানির পোশাক।

ওই চার যুবতী একসঙ্গে লাঠি দিয়ে মেরে চলেছে ওই কর্মীকে। লাথি, ঘুষি, চড় কিছুই বাদ যায়নি। ওই মহিলা কর্মীকে রাস্তায় ফেলে এভাবে মারা হলেও, কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিও চমকে দিয়েছে সকলকে।

ওই মহিলা কর্মী শেষে একটি বাড়ির গেটের সামনে গেলে ওই যুবতীরা দাঁড়িয়ে যান। কারণ সেখানে দাঁড়িয়ে ছিলেন ওই বাড়ির লোকজন। এভাবে রাস্তার মধ্যে একজনকে চারজন মিলে মারা কখনও উচিত নয়। কারণ যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বড় ধরনের কোনও বিপদ। সূত্র : নিউজ ১৮, দ্য প্রিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ