Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসার জন্য পশু ডাক্তারকে ডেকে অপহরণ, পরে জোরপূর্বক বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০৪ এএম

অসুস্থ পশু চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে এক পশু চিকিৎসককে অপহরণ করে তিন ব্যক্তি। পরে ওই চিকিৎসককে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের একটি গ্রামে। বেগুসারাই জেলায় অপহরণের শিকার হওয়া ব্যক্তির এক স্বজন বলেন, ‘তাকে বেলা ১২টার দিকে অসুস্থ পশুকে পরীক্ষার জন্য ডাকা হয়, এরপরে ৩ ব্যক্তি তাকে অপহরণ করে। বাড়ির সবাই ভীত হয়ে পড়লে আমরা পুলিশের কাছে যাই’। ওই ঘটনার পর পশু চিকিৎসকের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

বেগুসারাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেন, ‘(পশু চিকিৎসক) ছেলেটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এসএইচও এবং অন্য কর্মকর্তাদের ঘটনাটি তদন্ত করতে বলেছি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে’। বর অপহরণ বা ‘পাকাদা বিবাহ’ বিহার, ঝাড়খÐ এবং উত্তর প্রদেশের কিছু অংশে বেশ সাধারণ ঘটনা। এতে অবিবাহিতদের বন্দুকের মুখে রেখে বিয়ে করতে বাধ্য করা হয়। বেশিরভাগই আর্থিক ও সামাজিক নিরাপত্তা থাকা সম্ভাব্য অবিবাহিতদের কনের পরিবার অপহরণ করে এবং প্রায়ই বিয়ে করতে মারধর করে। সূত্র : এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ