Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের হামলায় দোনেৎস্কে ৫ জন নিহত আহত ২২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০৪ এএম

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী-অধ্যুষিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে স্থানীয় সময় গতকাল সোমবার অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২২ জন। বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউক্রেনীয় সেনাদের গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। দোনেৎস্কে ইউক্রেনীয় সেনারা হামলা বাড়িয়েছেন বলে দাবি বিচ্ছিন্নতাবাদীদের। বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা ও রুশ বার্তা সংস্থাগুলো বলছে, দোনেৎস্কে একাধিক কামান হামলা করেছে ইউক্রেন। এর মধ্যে একটি মার্কেটও আছে। দোনেৎস্ক শহরে একটি মা ও শিশু হাসপাতালে হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে হাসপাতালের বেজমেন্টে আশ্রয় নিতে বাধ্য হন রোগী ও হাসপাতালের কর্মীরা। রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, স্বতন্ত্রভাবে কেউই এ হামলার ব্যাপারে নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া হামলাগুলো কোথায় হয়েছে, তা-ও নিশ্চিত হতে পারেনি তারা। বিচ্ছিন্নতাবাদী ও রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে ইউক্রেন হামলা করেছে বলা হলেও এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। সূত্র : রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ