বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) পদে ১নং ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বি চার প্রার্থীর মধ্যে আপেল প্রতীকের অর্ধেন্দু মল্লিককে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে মাত্র দুই ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মোট ৯৮৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৬১ জন। আপেল প্রতীকের প্রার্থী অর্ধেন্দু মল্লিক পেয়েছেন ২৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকের তাপস কুমার সরকার পেয়েছেন ২৬৭ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকের ইন্দ্রজিৎ কুমার মল্লিক ২১৩ ভোট এবং মোরগ প্রতীকের নূপেন্দ্রনাথ মল্লিক পেয়েছেন ১২ ভোট। আপেল প্রতীকের প্রার্থী অর্ধেন্দু মল্লিককে বেসরকারীভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গননা শেষে আপেল প্রতীকের প্রার্থী অর্ধেন্দু মল্লিককে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বেসরকারীভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি সোমবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) উত্তম সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।