Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সামুদ্রিক সম্পদ আহরণে শ্রীলঙ্কার অভিজ্ঞতা কাজে লাগানো যায় -ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সামুদ্রিক সম্পদ আহরণে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা বললেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ ই যশোজা গুণাসেকেরার সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।
গত মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার হাইকমিশনার। সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে এখন বিশাল সমুদ্রসীমা রয়েছে। মৎস্য সম্পদ ছাড়াও অন্যান্য সামুদ্রিক সম্পদে ভরপুর বাংলাদেশ।
এ সম্পদ সঠিকভাবে আহরণ করতে পারলে বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে। মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ দক্ষতা কাজে লাগাতে পারলে এ সম্পদ আহরণ আরো সহজ হবে।
ডেপুটি স্পিকারের এ বক্তব্যকে স্বাগত জানান শ্রীলঙ্কার হাইকমিশনার। শ্রীলঙ্কা-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রæপ প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তিনি।
এ বছরের জুন মাসে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার বাংলাদেশ সফরের সময় এই গ্রæপ প্রতিষ্ঠার আহŸান জানিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ