গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি দায়িত্বভার গ্রহণ করায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গতকাল সোমবার নগর ভবনে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর আগে সকালে তিনি খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলসহ নগরীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
সিটি মেয়র অভ্যর্থনাকারীদের অভিনন্দন জানিয়ে তাদের কুশলাদি বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে সিটি মেয়র জানান, খুলনা মহানগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরীতে পরিণত করতে চাই। উল্লেখ্য, এক বছর ১৯ দিন বহিষ্কার থাকার পর গত সোমবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর দায়িত্বভার গ্রহণ করেন কেসিসি মেয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।