Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে গুড়িয়ে চুড়ান্ত পর্বে মালয়েশিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ‘ই’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে গ্রæপের দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পেল মালয়েশিয়া। গতকাল কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রæপের শেষ ম্যাচে মালয়েশিয়া ৪-১ গোলে হারায় লাল-সবুজদের। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেরা রানার্সআপের অন্যতম একটি দল হিসেবে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে চলে গেল স্বাগতিক মালয়েশিয়া। বাহরাইন তুর্কমেনিস্তানকে ১-০ গোলে হারিয়েছে। তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রæপের শীর্ষে থেকেই চূড়ান্ত পর্বে গেছে বাহরাইন।
এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তিন ম্যাচেই শুরুতে একই একাদশ রেখেছেন। বিগত দুই ম্যাচের মতো কালও একই একাদশ নিয়ে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। গত দুই ম্যাচ স্থানীয় সময় বিকেলে খেলেছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয় রাতে। প্রতিপক্ষ মালয়েশিয়া হলেও গ্যালারিতে উপস্থিত ৭০ হাজার দর্শকের গর্জনও সামলাতে হয়েছে জামাল ভূঁইয়াদের।
ম্যাচের ১৬ মিনিটে রেফারির এক সিদ্ধান্ত বাংলাদেশকে পেছনে ঠেলে দেয়। ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বক্সের মধ্যে বল ক্লিয়ার করেন। রেফারি ফাউল ভেবে পেনাল্টির নির্দেশ দেন। মালয়েশিয়ার সাফাই রসিদ পেনাল্টি থেকে গোল করেন। জিকো বলের দিকেই ডাইভ দিয়েছিলেন। তার হাত ছুঁয়ে বল জালে জড়ায় (১-০)। পিছিয়ে পড়লেও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। ৩১ মিনিটে ম্যাচে সমতাও ফেরায়। গোলের অ্যাকশন আগের ম্যাচের মতোই। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো রাকিবের ব্যাক হেড এবং ইব্রাহিমের হেডে বল জালে জড়ায় (১-১)। এই গোলে বুকিত জলিলের মালয়েশিয়ার অর্ধ লক্ষাধিক দর্শক স্তব্ধ হয়ে যান। উল্লাস দেখা গেছে হাজার খানেক বাংলাদেশী দর্শকদের মধ্যে। অবশ্য এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পর ডিয়ন কুলস আবার স্বাগতিকদের এগিয়ে দেন। ডিলনের নেয়া দূর থেকে শট জিকোর হাতের নিচ দিয়ে জড়িয়ে যায় জালে (২-১)। জিকো একটু পরে ডাইভ দিয়েছেন। এই গোলে জিকোর কিছুটা দায় থাকলেও প্রথমার্ধে বাংলাদেশ যে ম্যাচে টিকে ছিল এর পুরো কৃতিত্ব জিকোর। বেলজিয়াম প্রবাসী ফুটবলার ডিয়ন ইয়ুথ লেভেলে বেলজিয়ামের হয়ে ২৮ ম্যাচ খেলেছেন। ম্যাচের সময় যত গড়িয়েছে মালয়েশিয়া তেড়েফুড়ে আরও বেশি আক্রমনে গেছে। ৪৬ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ফয়সাল হালিমের ক্রস শফিকের হেড চলে যায় জালে (৩-১)। ৭৩ মিনিটে বদলি হিসেবে নেমে গোল করেন ড্যারেন লক (৪-১)। এই জন্য বাংলাদেশের ডিফেন্ডারদের র্ব্যর্থতাই বেশি। ফলে হারের ষোলকলা পূর্ণ করেই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ