মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও’র মধ্যে অনেকগুলোতে থাকে রীতিমতো হতবাক করে দেওয়া ঘটনা। অনেক সময় দুর্ঘটনার ভিডিও শেয়ার করা হয় যাত্রীদের সতর্ক করার জন্য। কিন্তু সম্প্রতি যে ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ব্যস্ত রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। রাস্তার পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন একজন ট্রাফিক পুলিশ। ওই সময়ই দ্রুত গতিতে একটি বাস এগিয়ে আসতে থাকে। রাস্তার সাইড দিয়ে একটি টোটো সেই সময় যাচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে ঘটে যায় চমকে দেওয়া ঘটনা। টোটো থেকে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায় এক শিশু। আর ঠিক তার পেছনেই তীব্র গতিতে আসতে থাকে চলন্ত সেই বাস। এরপরই নিজের জীবনের ঝুঁকি নেন ওই ট্রাফিক পুলিশ। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
ভাইরাল হওয়া সেই ঘটনাটি কোথাকার সে সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু, জানা গেছে যে, সেই ট্রাফিক পুলিশের নাম সুন্দর লাল। টোটো থেকে যখন ওই শিশু উল্টে পড়ে, তখনই ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ট্রাফিক পুলিশ।
এর ফলে সেই তীব্র গতির চলন্ত বাস থেমে যায়। ট্রাফিক পুলিশ ছুটে গিয়ে ওই শিশুকে জড়িয়ে ধরেন। এর ফলে ভয়ঙ্কর কিছু হওয়ার আগেই রক্ষা পায় শিশুটির জীবন। সেই ভিডিও দেখে সকলেই কুর্নিশ জানাচ্ছেন ট্রাফিক পুলিশকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ফাস্টপোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।