গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
হযরত মুহম্মদ (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও রাষ্টীয় নিন্দা জানানোর দাবিতে যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এবং সালেহা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, ভিসি চত্বর প্রদক্ষিণ করে নীলক্ষেত গিয়ে মিছিল শেষ করে তারা। সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল।
তারা বলেন, মহানবী সা. সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্যে পুরো মুসলিম বিশ্ব ব্যথিত হয়েছে। ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।’ এ সময় তারা দাবি জানান, বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে, ভারতকে ক্ষমা চাইতে হবে। এ ছাড়াও নুপুর শর্মার শাস্তির দাবি জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।