Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে রেফারিদের সম্মানী বাড়ানোর প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৮:০৪ পিএম

দেশের ঘরোয়া ফুটবলে রেফারিরা সব সময়ই থেকেছেন অবহেলিত। বছরের পর বছর পারিশ্রমিক নিয়ে তাদেরকে হা-হুতাশ করতে দেখা গেছে। যে কারণে কিছুদিন আগে ঘরোয়া বিভিন্ন লিগের খেলা পরিচালনা না করার ঘোষণা দিয়েছিলেন রেফারিরা। এখনও তারা আন্দোলনের মধ্যেই রয়েছেন। রেফারিদের আন্দোলনের মধ্যেই ম্যাচ ফিসহ যাবতীয় সুবিধাদি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রেফারিদের ম্যাচ প্রতি সম্মানী ২ হাজার চারশ’ থেকে বাড়িয়ে ৩ হাজার পাঁচশ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে ঢাকার মধ্যে টিএ এবং ডিএ পাঁচশ থেকে বাড়িয়ে ১৫০০ করার প্রস্তাবও করা হয়েছে। ঢাকার বাইরে খেলা হলে রেফারিদের টিএ এবং ডিএ আরও বাড়বে। মঙ্গলবার এই প্রস্তাব আসে বাফুফের রেফারিজ কমিটি ও বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এক সভায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান ইব্রাহিম নেছার। তিনি বলেন, ‘এটা প্রস্তাব করা হয়েছে। তবে রেফারিরা তা মানবেন কিনা সে জন্য তাদের সঙ্গে বসবো আমরা।’ পান্থপথের এনভয় টেক্সটাইলের প্রধান অফিসে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর উশৈ সিং এমপি, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি এবং আজাদ রহমান। সম্মানী বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ বেশ কটি বিষয়ে রেফারিরা ম্যাচ পরিচালনা করা থেকে বিরত রয়েছেন। গত ৫ জুন দশ কর্মদিবসের মধ্যে রেফারিদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেছিল বাফুফে। মঙ্গলবার সেই কাক্সিক্ষত সভা হল। তবে এখন অপেক্ষা করতে হবে রেফারিদের সিদ্ধান্তের উপর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তাব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ