Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রুডো আবারো করোনাক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

করোনাভাইরাসে আবারও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ট্রুডো জানিয়েছেন, আগেই টিকা নেওয়ার কারণে তিনি শারীরিকভাবে ভালো আছেন। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সামিটে যোগ দিয়েছিলেন ট্রুডো। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অটোয়ায় রয়েছেন জাস্টিন ট্রুডো। সেখান থেকে এক টুইট বার্তায় তিনি জানান, আমি করোনায় আক্রান্ত। সরকারি স্বাস্থ্যবিধি ও আইসোলেশনের নিয়ম মেনে চলব। তিনি আরো বলেছেন, আমি ঠিক আছি; কারণ টিকা নিয়েছি। সে কারণে যদি কেউ টিকা না নিয়ে থাকেন, টিকা নিন। পারলে বুস্টার ডোজ নিন। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫০ বছর বয়সী জাস্টিন ট্রুডো। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ