মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার অপরাধে ৩৮১ জনকে সাজা দিয়েছে কিউবা। অভিযুক্তদের কয়েকজনকে ২৫ বছর পর্যন্ত জেল দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, রাষ্ট্রদ্রোহ, জনসাধারণের বিশৃংখলা, হামলা বা ডাকাতির মতো অপরাধের জন্য ২৯৭ জন অভিযুক্তকে কারাদÐ দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে কয়েকজনকে সমাজসেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরে কিউবায় দাম বৃদ্ধি এবং খাদ্য ও ওষুধের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। অনুমোদন ছাড়া কিউবায় জনসমাবেশ নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেসময় ১০০০ এর বেশি লোককে গ্রেফতার করা হয়। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-ক্যানেল সেই অস্থিতিশীল অবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। তিনি জানান, বিক্ষোভকারীদের ভাড়া করে রাস্তায় নামানো হয়েছে। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবকে রক্ষা করতে তিনি সমর্থকদের রাস্তায় নামার আহŸান জানিয়েছিলেন। সোমবার দেশটির পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, যাদের সাজা দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৬ থেকে ১৮ বছর বয়সী ১৬ জন যুবক রয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।