Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেমসে হেরে গিয়ে কনের ঘাড়ে আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

উজবেকিস্তানে এক বিয়ের আসর। আসরে অতিথিরা বসা। সামনের মঞ্চে বসা নব বর-বধূ। কিন্তু অদ্ভুত এক নেশায় মেতে আছেন তারা। সামনে অতিথিদের দিকে দৃষ্টি নেই। দু’জনেই মঞ্চে বসে, দাঁড়িয়ে মোবাইলে গেমস খেলা শুরু করলেন। শেষ পর্যায়ে এতে বিজয়ী হন কনে। কিন্তু বর তা সহ্য করতে পারলেন না। ঠাস করে নববধূর উপর কষে বসিয়ে দিলেন দু’ ঘা। অবাক হলেন কনে। তিনি নিজেকে কোনোমতে গুছিয়ে নিলেন। সহযোগীদের সহায়তায় তাকে নামিয়ে নেয়া হলো মঞ্চ থেকে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন বর। না, কোনো বানানো গল্প নয় এটা। একেবারে ক্যামেরার সামনে ধরা পড়েছে তাদের এই তেলেসমাতি খেল। তবে তারা ওই সময় কি গেমস খেলছিলেন তা জানা যায়নি। মঞ্চে বসেই গেমস খেলার সময় বর-কনের কোন খেয়াল ছিল না যে, তাদের সামনে বসে আছেন আমন্ত্রিত অতিথিরা। তারা বিলকুল গেমস খেলে যাচ্ছিলেন। যখন বর দেখলেন তিনি হেরে গেছেন, সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে কনের মাথার পিছন দিকে সপাং থাপ্পড় বসিয়ে দিলেন। কিছু বুঝে উঠতে পারলেন না কনে। তিনি মেঝে থেকে নিজের বিয়ের সাদা ড্রেস গুছিয়ে নিলেন। তার সহযোগীদের সহায়তায় নামিয়ে নেয়া হলো মঞ্চ থেকে। এ সময় বরের পাশে যে ব্যক্তি দাঁড়ানো ছিলেন, তিনিও হতাশ হন। তবে কনেকে পিটানোর দৃশ্য উজবেকিস্তানে এটাই প্রথম নয়। ২০১৯ সালে একই রকম এক ঘটনা বিশ্ববাসীর নজর কাড়ে। তখন বিয়ের অনুষ্ঠানে কনে তার পতিধনকে বিয়ের কেক খাওয়াচ্ছিলেন। বর তা খাওয়ার জন্য মুখ সামনে এগিয়ে দেন। কিন্তু রোমান্টিকতার পরীক্ষা নিতে কনে বার বারই কেক সরিয়ে নিচ্ছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। কিন্তু ধৈর্য্য আর রাখতে পারলেন না বর। তিনিও ঠাস করে কনের মুখে চড় বসিয়ে দিলেন। এ দৃশ্য দেখে অবাক বিশ্ব। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ