Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের হাতে ২ ভুয়া ডিবি গ্রেফতার

রামপুরায় ৪ ছিনতাইকারী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০১ এএম

ডিএমপি গোয়েন্দা তেজগাঁও বিভাগ খিলগাঁও এলাকা থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-মো. খাইরুল আলম ও মো. ফারুক।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের এডিসি মো. আনিচ উদ্দীন বলেন, গত রোববার খিলগাঁও খিদমাহ হসপিটালের সামনে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে খাইরুল ও ফারুক নামে দু’জন ভুয়া ডিবিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় খাইরুলের হেফাজত থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও ফারুকের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
তাদের অপরাধের কৌশল সম্পর্কে গোয়েন্দার এ কর্মকর্তা বলেন, গ্রেফতার খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তিকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর নির্জনস্থানে নিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। খাইরুল একই অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে গ্রেফতার হয়েছিল।
অন্যদিকে ছিনতাইকৃত মোবাইল ফোন সেট উদ্ধারসহ ৪জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রায়হান, হাসান, হাসিব হাসান ও জাহিদ হাসান।
রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ১১ জুন রাজধানীর বনশ্রী ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে একটি ছিনতাইয়ের ঘটনায় রামপুরা থানায় মামলা হয়। মামলাটি তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ও লালমিয়ার গলি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ