প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমা। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ চৌধুরী ও শবনম বুবলী। সিনেমাটি মুক্তির আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলো টিম ‘তালাশ’। ক্যামেরার সামনেই মারামারিতে জড়ালেন আদর আজাদ ও যোজন মাহমুদ। যেখানে আদরের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসির।
শনিবার (১১ জুন) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আলোচনা করছে ‘তালাশ’ টিম। আর সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যা এরই মধ্যে অন্তর্জালে ছড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটি বেসরকারি এক টেলিভিশনের টকশো বলা হলেও পরিচালক সৈকত নাসির জানান, সেটা কোনো টকশো ছিল না।
এদিকে অভিযোগ উঠেছে, নিজেদের সিনেমার দিকে দৃষ্টি ফেরাতেই সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর আজাদ। যেখানে বুবলীও শামিল হয়েছেন। তবে তিনি আদরকে থামানোর চেষ্টা করেন। এদিকে সিনেমার প্রচারণার জন্য এমন মারামারি শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। এ নিয়ে ফেসবুকেও চলছে নানা আলোচনা-সমালোচনা। পুরো বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আদর আজাদ।
সস্তা প্রচারণায় অংশ নেননি উল্লেখ করে আদর আজাদ বলেন, ‘সবাই এরই মধ্যে অবগত হয়েছেন যে, আগামী ১৭ জুন আমাদের ‘তালাশ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শনিবার (১১ জুন) আমরা ‘মেকিং অব তালাশ’-এর ভিডিও তৈরি করছিলাম। তবে ভিডিওটি রেডি করার আগেই এদিন রাতে হঠাৎ করেই তৃতীয় পক্ষের মাধ্যমে দুর্ঘটনাবশত ‘মেকিং অব তালাশ’-এর একটি অসম্পূর্ণ সিন অন্তর্জালে ভাইরাল হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের সিনেমার ভেতরে এমন একটা সিন আছে। গল্পটাও এমন। এটাই ক্লিয়ার করব। এটা আমরা আগামী ১৫ তারিখ প্রকাশ করব। তবে ভিডিওটি রেডি করার আগেই অসম্পূর্ণ ভিডিওটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি অনেকেই ভুল বুঝতেছেন। আর যারা যোজন মাহমুদকে উপস্থাপক বা সাংবাদিক বলছেন তাদের উদ্দেশ্য বলতে চাই- ‘তালাশ’ সিনেমারই শিল্পী যোজন। তিনি উপস্থাপক বা সাংবাদিক নন। তার সঙ্গেই সিনেমায় এমন একটি সিন আছে। তা ছাড়া ভিডিওতে লক্ষ করে দেখবেন যে, সহশিল্পী যোজন মাহমুদ আমাকে সুমন বলে সম্বোধন করছেন। সিনেমায় আমার চরিত্রের নাম সুমন।’
শেষে পরিষ্কার করে আদর বলেন, ‘এটি প্রচারণার জন্য তৈরি করা হয়নি। সিনেমাকে ছোট করে এ ধরনের সস্তা প্রচারণার কৌশল আমাদের করোই নেই। যেখানে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঢাকার বাইরে প্রেক্ষাগৃহ ভিজিট করার জন্য হেলিকপ্টার নিয়ে যাওয়ার পরিকল্পনা করে রেখেছে সেখানে এ ধরনের সস্তা ভিডিও বানিয়ে কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আশা করি, কেউ ভুল বুঝবেন না। সবাই ‘তালাশ’ আপনাদের ভালোবাসায় রাখবেন।’
উল্লেখ্য, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।