Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

স্পেনেরে টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৭:০২ এএম

রোববার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে মালাগায় ২-০ গোলে জিতেছে স্পেন। প্রথমার্ধে কার্লোস সোলের দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পাবলো সারাবিয়া। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

দুই দলই ম্যাচ খেলেছে চারটি করে। টানা দুই ড্রয়ের পর টানা দুই ম্যাচ জেতা স্পেন ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠেছে। জয়ে শুরুর পর পথ হারানো চেক রিপাবলিক টানা দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

শুরুর দিকে বল নিয়ন্ত্রণে আধিপত্য করল চেক রিপাবলিক। খেলার ধারার বিপরীতে ২৪তম মিনিটে এগিয়ে যায় স্পেন। সতীর্থের পাস দ্বিতীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে কাটব্যাক করেন মার্কো আসেনসিও। নিচু প্লেসিং শটে বাকি কাজ সারেন সোলের। লক্ষ্যে এটাই ছিল তাদের প্রথম শট।

এগিয়ে যাওয়ার পর বল পায়ে রাখায় মনোযোগী হয় স্পেন। ৭২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ থাকলেও তাই বিরতির আগে লক্ষ্যে আর কোনো শটই রাখতে পারেনি তারা।


দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সুযোগ পান ইয়াকুব পাসেক, কিন্তু ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। ৭১তম মিনিটে আসেনসিওর পাস ধরে গাভি গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশা বাড়ান। এর চার মিনিট পরই গোছালো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। দানি ওলমোর পাস ধরে গোলমুখে আড়াআড়ি ক্রস বাড়ান ফেররান তরেস। আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিওর বদলি নামা সারাবিয়া।

প্রথম লেগে নিজেদের মাঠে স্পেনকে ২-২ ড্রয়ে রুখে দিয়েছিল চেক রিপাবলিক। কিন্তু স্পেনের ডেরায় এসে তারা সুবিধা করতে পারল না একটুও। দিনের আরেক ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। তলানিতে সুইসদের পয়েন্ট ৩।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ