Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে স্কুলবাস উল্টে ৬ শিশুর প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে একটি স্কুলবাস উল্টে অন্তত ছয় শিশু শিক্ষার্থী প্রাণ হােিরয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৩ জন। স্থানীয় সময় গত সোমবার বিকালে টেনেসি অঙ্গরাজ্যের চট্টনুগা শহরে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম। নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হ্যামিলটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিৎকার করে কাঁদতে শুরু করেন নিহত শিশুদের মা-বাবা। চট্টনুগা শহরের পুলিশ প্রধান ফ্রেড ফ্লেচার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে উডমোর এলিমেন্টারি স্কুল নামের একটি কিন্ডারগার্টেনের পঞ্চম গ্রেডের ৩৫ জন শিক্ষার্থী ছিল। আহত ২৩ জনকে চট্টনুগা শহরের এরলাঞ্জার হাসপাতালে পাঠানো হয়েছে।  সিএনএন, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ