মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাটোভুক্ত দেশগুলোতে আশ্রয় প্রার্থী তুর্কি সামরিক কর্মকর্তাদের আশ্রয় না দিতে আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সংস্থাটির নেতৃস্থানীয়দের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসী কর্মকা-ে জড়িতরা এ ধরনের আশ্রয় পেতে পারে না। প্রসঙ্গত, তুরস্কে চলতি বছর ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে এসব কর্মকর্তা জড়িত দাবি করে এরদোগান বলেন, সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি ন্যাটোর সদস্য হতে পারে না। এসব সামরিক কর্মকর্তাকে তুরস্কে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোতে তাদের আশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই। এর আগে গত শুক্রবার ন্যাটোর মহাসচিব জেনারেল স্টলটেনবার্গ ন্যাটোর কাছে তুর্কি সেনা কর্মকর্তাদের আশ্রয় চাওয়ার বিষয়টি জানান। স্টলটেনবার্গ বলেন, তুরস্কের ওই কর্মকর্তাদের যেসব দেশে পাঠানো হয়েছিল, তারা সেই দেশগুলোর কাছেই আশ্রয় চেয়েছেন। তবে ঠিক কতজন কর্মকর্তা এমন আশ্রয় চেয়েছেন বা তাদের পরিচয় কী, সেই ব্যাপারে কিছু জানাননি তিনি। এমনকি কেনই বা ন্যাটোর কাছে তারা আশ্রয় প্রার্থনা করছেন, এ সম্পর্কেও মুখ খোলেননি স্টলটেনবার্গ। সেনা কর্মকর্তারা যেসব ন্যাটোভুক্ত দেশের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, তারা স্বতন্ত্রভাবে অনুরোধ বিবেচনা করে দেখবে বলে মনে করা হচ্ছে। এ ঘটনার পরই এরদোগান এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে তুরস্কের সম্পর্কে অনেকটা টানাপোড়েন চলছে। ইয়াহু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।