Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইকেল চালাতে গিয়ে রাগ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০০ এএম

নীল আকাশের নিচে সোনালি রোদের ছোঁয়া। এমন সুন্দর দিনে একটু সাইকেল চালানোর সাধ হতেই পারে। শুধু মানুষের নয়, গরিলার মনেও সাইকেল চালানোর ইচ্ছে হতে পারে। কিন্তু তা করতে গিয়েই যা কাণ্ড সে ঘটাল, তা দেখে নেটদুনিয়ায় উঠল হাসির রোল।
সোশ্যাল মিডিয়ায় গরিলার সাইকেল চালানোর ভিডিও কোথায় তোলা হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন ভারতের বন বিভাগের কর্মকর্তা ড. সম্রাট গৌড়া।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাইকেল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল গরিলা। সাইকেল চালিয়ে যাওয়ার সময় আচমকা দুর্ঘটনা ঘটে। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় বিশাল দেহের গরিলা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে। সব রাগ গিয়ে পড়ে সাইকেলের উপর। হাত দিয়ে তুলেই সাইকেল ছুড়ে ফেলে দেয়।
গরিলার এই কাণ্ড দেখেই বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কারও কারও যুক্তি সাইকেলটাই নিশ্চয়ই ভাল ছিল না। সেই কারণেই গরিলার এই পতন। অনেকে আবার গরিলার সাইকেল চালানোর প্রশংসা করেছেন। মোট কথায় সোশ্যাল মিডিয়ায় সুপারহিট এই সাইকেল চালানো গরিলা। সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ, ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ