Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১১ সালের আফটার শক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপানে কয়েক দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে বড় কম্পনটি আঘাত হানে উত্তর-পূর্ব উপকূলের ফুকুশিমা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। জাপানভিত্তিক সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, আদতে এটি ছিল ২০১১ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের আফটার শক। ২০১১ সালের ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ওই ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। এতে নিহত হন ১৫ হাজার ৮৯৪ জন। আরও ২ হাজার ৫৬১ জনের কোনও খোঁজ মেলেনি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি চুল্লি। তেজস্ক্রিয়ায় ভারি হয়ে ওঠে বাতাস, উদ্বাস্তু হন লাখো মানুষ। ক্ষতি সামলে সুনামি সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সমর্থ হয় দেশটি। গতকাল মঙ্গলবারের ভূমিকম্পের পরও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এতে বলা হয়েছে, এর কারণে উপকূলীয় এলাকায় ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। সুনামির তা-ব থেকে লোকজনকে রক্ষা করতে মিনামি সোনা শহরের ৬৮ হাজার বাসিন্দার সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন সূত্র জানিয়েছে, ফুকুশিমার পারমাণবিক চুল্লিতেও পড়েছে ভূমিকম্প ও সুনামির প্রভাব। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। জাপান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ