Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হাজার কোটি ডলার ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  স্থাপনে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি এ তথ্য জানিয়েছেন। এক অনুষ্ঠানে আলোচনায় তিনি জানান, ইরানের বুশেহর শহরে ১০ বিলিয়ন ডলারের নতুন দুটি পারমাণবিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়া সেন্ট্রাল ব্যাংক অব ইরানের অনুমোদন সাপেক্ষে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে নতুন প্রকল্পের অর্থ ছাড় শুরু হবে। অনুষ্ঠানে এ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরান বেশ কিছু খাতে অগ্রগতি অর্জন করেছে। দেশটি এখন উজ্জ্বল ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই বুশেহর শহরেই অবস্থিত। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। ২০১৪ সালে ইরান-রাশিয়া নতুন দুটি পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপনে চুক্তিবদ্ধ হয়। এ ছাড়া একই বছরের নভেম্বর তেহরান-মস্কো ইরানে আরও
আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করে।
ইরান ফ্রন্ট পেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ