মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে বড় ধরনের নাশকতার একটি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করছে দেশটির পুলিশ। এ চক্রান্তে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সাজেনেভ গত সোমবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত সপ্তাহান্তে (১৯ ও ২০ নভেম্বর) জার্মানির সীমান্তবর্তী পূর্বাঞ্চলের স্ত্রসবার্গ শহর এবং দক্ষিণাঞ্চলের বন্দর শহর মারশেইলস থেকে সাতজনকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক সবার বয়স ২৯ থেকে ৩৭ বছর। এদের মধ্যে একজন গোয়েন্দা বাহিনীর চিহ্নিত হলেও অপর ছয়জনই অপরিচিত। এদের কেউ ফরাসি, কেউ মরোক্কান ও কেউ আলজেরিয়ান নাগরিক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদে বোঝা গেল, বড় ধরনের সন্ত্রাসী হামলার ছক কষছিল তারা। তার মতে, এমন ঝুঁকিতে ফ্রান্স আগে কখনোই পড়েনি। সাজেনেভের তথ্যমতে, প্যারিস ও নিস শহরে ভয়াবহ হামলায় আঘাতপ্রাপ্ত ফ্রান্স সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে। সেজন্য এ বছর ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কেবল নভেম্বরেই গ্রেফতার করা হয়েছে ৪৩ জনকে। এদিকে, ইউরোপে সন্ত্রাসী হামলার আশঙ্কায় মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট নিজ দেশের শহরগুলোতে সতর্ক অবস্থা জারি করেছে। মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট বলেছে, ইউরোপে আইএস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী হামলা করতে পারে। আর সে কারণেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরগুলোকে সাবধান থাকতে বলা হয়েছে। মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট আরো জানায়, ছুটির এ সময়টাতে শহরের বিভিন্ন উৎসব অঙ্গন এবং মার্কেট-শপিংগুলো যেন সাবধান থাকে। আর সতর্কতার মেয়াদ শেষ হবে ২০ ফেব্রুয়ারি ২০১৭তে। বিবিসি, জিও নিউজ উর্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।