Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ বার গুলি করা হয় আবছারকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০২ এএম

মার্কেটে কাজ শেষে বাসায় ফিরছিলেন আবছার নামে এক যুবক। কিন্তু উদ্ভ‚ত পরিস্থিতিতে কমপক্ষে ছয় বার গুলি করা হয় তাকে। তবে বেঁচে আছেন আবছার। তার শরীর থেকে ৪টি বুলেট বের করা হয়েছে। এখনও দুটি বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। আবছারের বাড়ি ভারতের ঝাড়খন্ডের রাচি’তে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কট‚ক্তির প্রতিবাদে ভারতের যে কয়েকটি স্থানে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে তার মধ্যে অন্যতম ঝাড়খন্ড। সেখানে গুলিতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আবছার। সেখানকার মুসলিমদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসলাম ও এর নবী মুহাম্মদ (সা.)কে নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদে। শুক্রবার জুমার নামাজের পর সেখানে রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। জনতাকে নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তাদের ওপর গুলি ছোড়ে। এতে বিপুল সংখ্যক মানুষ আহত হন। তাদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। তাদেরই একজন আবছার। তাকে ছয়টি গুলি করা হয়েছিল। আবছার চিকিৎসা নিচ্ছেন রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (আরআইএমএস)-এ। তিনি বলেছেন, মার্কেটে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখনই দেখতে পান উত্তেজনা। ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময়ই একে একে ছয়টি বুলেট এসে বিদ্ধ হয় তার শরীরে। আবছার জানিয়েছেন, তিনি বিক্ষোভে অংশ নেননি। কাজ শেষে ফেরার পথে ওই বিশৃংখল অবস্থার মধ্যে পড়ে যান। সেখানে একদল মানুষ ইটপাটকেল ছুড়ছিল। জবাবে পুলিশ গুলি করছিল। আবছার বলেন, তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গুলিবিদ্ধ হওয়ায় মাটিতে পড়ে যান। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ