Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প সম্পর্কোন্নয়নে আগ্রহী : পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে সম্মত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার এই ইচ্ছার কথা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে জানিয়েছেন। পুতিন নিজেই এমনটা বলেছেন উল্লেখ করে সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে। পুতিন বলেন, ট্রাম্প তাকে নিশ্চিত করেছেন, তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। অপরদিকে তিনিও (পুতিন) একই ইচ্ছার কথা ট্রাম্পকে জানিয়েছেন। দুই নেতা কোথায়, কখন বৈঠক করবেন, তা তারা আলোচনা করেননি বলে উল্লেখ করেন পুতিন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন পুতিন। তখন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাতের ব্যাপারে একমত হয়েছেন। পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পুতিনের দেখা-সাক্ষাৎ হয়। পুতিন জানান, কয়েক বছর ধরে যৌথভাবে কাজ করার জন্য ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি ওবামাকে বলেছেন, রাশিয়ায় এলে খুশি হবেন। তাকে স্বাগত জানানো হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ