মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেয়াড়া স্বামীকে দেওয়া হবে বিশেষ কিছু থেরাপি। যার ফলে তিনি আর কখনও তার স্ত্রী, বান্ধবী কিংবা পরনারীর প্রতি রূঢ় আচরণ করবে না। আর এ থেরাপি দিতে হবে মাত্র ২০ দিন। এই থেরাপি দিয়ে থাকে মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট। ইকুয়েডরের কুইটো শহরে ২০১০ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি মূলত পুরুষ সংশোধনী কেন্দ্র। যেসব পুরুষ কোনো নারীকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হন, আদালত সেই পুরুষদের কিছু শাস্তি দিয়ে সংশোধনের জন্য এই কেন্দ্রে পাঠান। ক্লাবের ভেতরে সারিবদ্ধ কয়েকজন পুরুষ দু’হাত উপরে তুলে গভীর শ্বাস ধরে রেখেছেন, আর কয়েক সেকেন্ড পর ‘আহ’ শব্দ করে শ্বাস ছেড়ে দিচ্ছেন। এ যোগ ব্যায়ামও থেরাপির একটি অংশ। আদালত নির্দেশিত ব্যক্তিদের বাইরেও অনেক পুরুষ এখানে স্বেচ্ছায় প্রশিক্ষণ নিতে আসেন। ইকুয়েডর এমন একটি দেশ; যেখানে ১৫ থেকে ৪৯ বছর বয়সি ৬৫ শতাংশ নারী সহিংসতার শিকার হন। ইউকুয়েডরের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ২০১৪ থেকে চলতি বছরের মে পর্যন্ত ৫৫১টি নারী সহিংসতার ঘটনা ঘটেছে। মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট এই দুষ্কর্মের হার কমাতে সচেষ্ট রয়েছে। ২০ দিনের কোর্সটি সেশন টু সেশন ভাগ করা। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।