Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে তল্লাশি অভিযানে পুলিশকে গুলি, আহত দুই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৩ এএম

সহিংসতা প্রতিরোধের কৌশল স¤প্রসারিত করার লক্ষ্যে দিল্লির যমুনা খদর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত চার-পাঁচজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশ বলেছে, গত রাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে দিল্লির যমুনা খদর এলাকায়। পুলিশের ওপর গুলি চালালে দুজন আহত হয়েছে। সেখানে অভিযানে একজনকে আটক করা হয়েছে। এছাড়া একটি ৯ এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সিএমপি উদ্ধার করা হয়েছে। পরে অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। যমুনা খদর এলাকায় ডাকাত উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভারতীয় দÐবিধির ১৮৬, ৩৫৩, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ