Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বানরের ইভটিজিং নিয়ে সংঘর্ষ নিহত ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লিবিয়ার দক্ষিণাঞ্চলের শহর সাবহায় এক বানরের বাঁদরামি থেকে দুই গোত্রের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, একটি পোষা বানর এক স্কুলছাত্রীকে আক্রমণ করলে ওই ছাত্রীর পরিবার প্রতিশোধ নিতে প্রথমে তিন তরুণসহ বানরটিকে হত্যা করে। এ ঘটনার জেরে আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা নামক দুই গোত্রের মধ্যে আরও কয়েক দিনব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটলেও নিহতের খবর এসেছে আওলাদ সুলেইমান গোত্র থেকেই। লড়াইয়ে ট্যাঙ্ক, রকেট, মর্টারসহ অন্যান্য ভারী অস্ত্রও ব্যবহার হয়েছে। এতেই আরও ৫০ জন মানুষ আহত হয়। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বানরটি ওই ছাত্রীর মাথার স্কার্ফ টেনে খুলে ফেলেছিল এবং তাকে আঁচড়ে ও কামড়ে দিয়েছিল। এ সময় বানরটির সঙ্গে ছিল গুয়েদাদফা গোত্রের তিনজন। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি গুয়েদাদফা গোত্রের ছিলেন। গুয়েদাদফা ও আওলাদ সুলেইমান গোত্রের মধ্যে বহু বছর ধরেই বৈরী সম্পর্ক। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ