Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঢাবিতে সম্মিলিত স্বরে ত্বালা আল বাদরু আলাইনা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ২:৩৯ পিএম

হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিল জিন্দালের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

আজ রোববার (১২জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে মুসলিমদের চিরচেনা ঐতিহ্যবাহী নাশিদ " ত্বালা’ আল বাদরু 'আলাইনা" গেয়ে ব্যতিক্রমী এই প্রতিবাদ জানায়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক গানের ব্যান্ড সিলসিলা ও কলরব শিল্পীরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে রাসুল (সা) এর শানে নাতে রাসুল পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে "ত্বালা’ আল বাদরু 'আলাইনা " গানটি ছাত্র শিক্ষক সম্মিলিত কণ্ঠে পাঠ করেন। কুজা মান কুজা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম, রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন প্রভৃতি গানের দ্যোতনায় মুখরিত হয়ে ওঠে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণ।

কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর আরিফুল ইসলাম অপু বলেন, আমরা যে জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, যে মানবতার মহানায়কের জন্য, তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন। আমরা তার সম্মানার্থে এখানে দাড়িয়েছি। তাকে অপমান করার ক্ষমতা কারো নেই। যুগে যুগে যারাই তাকে অপমান করার চেষ্টা করেছে তারাই অপমানিত হয়েছে। ওনার আগেও অনেক নবী পৃথিবীতে এসেছেন এবং তাঁদেরকেও অপমানিত করার চেষ্টা করা হয়েছে। আজ নবীর প্রেমে যারা এই আয়োজন করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

ফিন্যান্স বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. ইমরান হোসেন বলেন, আমাদের সর্বশ্রেষ্ঠ মহানুভব রাসুল (সা) এর চরিত্র মহান আল্লাহ নিজেই কুরআনে বলেছেন। এটা আমরা জানি এবং আল্লাহও কুরআনে নিজেই বলেছেন। বিভিন্নযুগে রাসুল (সা) কে নিয়ে আগেও এরকম হয়েছে, এখনো হছে এবং ভবিষ্যতেও হবে, এটাও কুরআনেই বলা আছে। তবে আমাদের ইমানী দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করবো ইনশাআল্লাহ।



 

Show all comments
  • Humaun Kabir ১২ জুন, ২০২২, ২:৪৬ পিএম says : 0
    #We love Mohammad SM a lot.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ