Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড-ইতালির ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ৯:২১ এএম

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে শনিবার রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এবারের আসরে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে তিন ম্যাচ খেলে জয়শূন্যই রইল ইংল্যান্ড। মাঝে একটি জয়ের পর আবার ড্র করল ইতালি।

জার্মানির সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরুর পর হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় ইতালিয়ানরা। হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারের পর জার্মানির বিপক্ষে শেষ দিকের গোলে ১-১ ড্র করে ইংল্যান্ড।

গত বছরের জুলাইয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইতালি। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হলো দল দুটির।

ইউরোর ফাইনালে দর্শকদের হট্টগোলের শাস্তি হিসেবে ইংল্যান্ডকে এই ম্যাচ খেলতে হয় ‘দর্শকশূন্য স্টেডিয়ামে।’ তবে ২ হাজার শিশুকে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছিল উয়েফা।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। আরেক ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করা হাঙ্গেরি ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তিনে জার্মানির পয়েন্ট ৩। ২ পয়েন্ট নিয়ে তালানিতে আছে ইংল্যান্ড। নেশন্স লিগে এই পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানি ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। একই সময়ে ইংল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে হাঙ্গেরির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ