Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০১ এএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী শোয়ে সুন- হুইকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি হচ্ছেন উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী। গতকাল শনিবার এ খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সামরিক কর্মকর্তা রি সন গোয়ান এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শোয়ে সুন- হুই। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে দেশের কূটনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন রি সন গোয়ান। গতকাল উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ফোরামের বৈঠকে শোয়ে সুন হুইকে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন কিম জং উন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বৈঠক করতে কিম জং উনের নেতৃত্বে যে প্রতিনিধি দল ভিয়েতনামের রাজধানীতে গিয়েছিল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়ে।
ওই বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শোয়ে বলেছিলেন, ‘আমি মনে করি, আমাদের প্রস্তাব বাতিল করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সোনালি সুযোগ হাতছাড়া করল’। সূত্র: সিএনএন, এনবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ