Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকি নিয়ে জীবন রক্ষা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০১ এএম

রেললাইনে এক যাত্রী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। বৈদ্যুতিক লাইনের শক্ লেগে দেহে খিঁচুনি ধরেছে। এ দৃশ্য আশপাশের যাত্রীরা দেখে চিৎকার করলেও ওই ব্যক্তিকে বাঁচাতে কেউই এগিয়ে যাননি।
ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর টোনি পেরি নামে এক যুবক! জীবনের ঝুঁকি নিয়েই তিনি রেললাইনে নেমে পড়েন। বেহুঁশ যাত্রীকে টেনে তুলে তার জীবনও বাঁচান। সম্প্রতি নেটমাধ্যমে যুক্তরাষ্ট্রের এক রেলওয়ে স্টেশনের এই ভিডিও ভাইরাল হয়েছে।

সহযাত্রীকে উদ্ধারের পর নায়কের সম্মান পাচ্ছেন ওই যুবক। স্থানীয় মঞ্চে মিলেছে সংবর্ধনাসহ একটি নতুন অডি এ৬ বিলাসবহুল গাড়ি। টোনি বলেন, ‘ওই ব্যক্তি যে জীবনে বেঁচে গিয়েছেন, তাতেই আমি খুশি। সত্যি বলতে কী, নিজেকে হিরো বলেও মনে করি না!’

ঘটনার সময় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করেছেন। অনেকে আবার এই মর্মান্তিক দৃশ্য মোবাইল ক্যামেরায় রেকর্ড করতে ব্যস্ত। তবে সহযাত্রীর চরম সঙ্কটে কাজের কাজটি করেছেন শিকাগোর বাসিন্দা টোনি।
মাত্র ৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, নীল জিন্স এবং সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি চিৎ হয়ে দু’টি রেললাইনে মধ্যে পড়ে রয়েছেন। আর ৬০০ ভোল্টযুক্ত বৈদ্যুতিক লাইনের শক্ লেগে অজ্ঞান। ওই অবস্থায় তার দেহে প্রবল খিঁচুনি ধরেছে। এমন দৃশ্য দেখে টোনি লাফিয়ে রেললাইনে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

টোনির কথায়, ‘লোকটির নিজের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না...। রেললাইনে নামার সময় শুনতে পেলাম, কে যেন বলছেন, ওর গায়ে হাত দিয়ো না!’ আমি ওখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারতাম। তবে তেমনটা করি, তা বোধ হয় সৃষ্টিকর্তা চাননি।’ কেন এ কাজ করলেন? সংবাদমাধ্যমের এমন প্রশ্নে টোনির জবাব, ‘ওই পরিস্থিতিতে যদি আমি পড়তাম, তবে লোকজনের কাছে কী আশা করতাম?’ সূত্র : ডেইলি মেইল, ফক্স৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ